• ঢাকা
  • |
  • সোমবার ১৮ই কার্তিক ১৪৩২ ভোর ০৫:১৭:২৩ (03-Nov-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

বৈকন্ঠপুর চা বাগান বন্ধ ঘোষণায় বিপাকে ৫ শতাধিক শ্রমিক

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার বৈকুন্ঠপুর চা বাগানে ম্যানেজার বাংলোতে হামলার ঘটনা ঘটেছে।বাগানের সভাপতি অনিল ভুমিজ ও সেক্রেটারি সমীর কর্মকারের নেতৃত্বে একদল শ্রমিক হঠাৎ ম্যানেজারের বাংলোতে এ হামলা চালায়।এসময় তারা বাংলোর দুটি দরজা ভেঙে ফেলে এবং ম্যানেজারকে শারীরিকভাবে আঘাত করার চেষ্টা করে। ম্যানেজার কোনোমতে প্রাণে রক্ষা পান।ম্যানেজার শামসুল হক ভুইয়া জানান, সম্প্রতি বাগানে শৃঙ্খলা বজায় রাখতে ম্যানেজার কঠোর অবস্থান নেন। এতে ক্ষুব্ধ হয়ে কিছু শ্রমিক নেতা ও কর্মী সাধারণ শ্রমিকদের উসকে দেয়। তাদের নেতৃত্বে শনিবার সকাল থেকে শ্রমিকরা কাজ বন্ধ রেখে বাগানে বাংলোর সামনে অবস্থান নেন এবং দুপুরের দিকে তারা দলবদ্ধ হয়ে বাংলো ঘেরাও করে হামলা চালায়।তিনি বলেন, বিনা কারণে কিছু শ্রমিক বিশৃঙ্খলা সৃষ্টি করছে। নিয়মশৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করলে তারা ক্ষুব্ধ হয় এবং আজ প্রাণনাশের চেষ্টা করে।মূলত বিনা কারণে তারা ম্যানেজারের অপসারন চান বলেও জানান তিনি।এদিকে ঘটনার পর বাগানের মালিকপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রবিবার থেকে চা বাগানটি লেঅফ (ছুটি) ঘোষণা করেছে। বাগান এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বাগানের সভাপতি অনিল ভোমিজ জানান, ম্যানেজারের ওপর তারা কোন হামলা করেনি। সাধারণ শ্রমিকরা বিভিন্ন দাবিতে শনিবার কর্মবিরতি করেছে।এ ব্যাপারে ম্যানেজার শামসুল হক ভুইয়া অভিযোগ দায়েরের জন্য মাধবপুর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছেন মাধবপুরে বলে জানিয়েছেন।