• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে কার্তিক ১৪৩২ রাত ০৩:৩৮:০৪ (04-Nov-2025)
  • - ৩৩° সে:

দেশে প্রতিদিন ২০ কোটি টাকার মাদক বিক্রি হয়: মোস্তাফিজুর রহমান

৮ ডিসেম্বর ২০২৪ সকাল ০৯:০৮:৫৩

সংবাদ ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান বলেছেন, দেশে প্রতি হাজার জনসংখ্যার মধ্যে একজন মাদক কারবারি রয়েছে এবং দেশে গড়ে প্রতিদিন ২০ কোটি টাকার মাদকদ্রব্য বিক্রি হয়। সে হিসাবে বছরে বিক্রি হয় ৭ হাজার ৩০০ কোটি টাকার মাদক বিক্রি হয়।  

Ad

৭ ডিসেম্বর শনিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের আদর্শ স্কুল মাঠে স্বাধীন বাংলা মাদকবিরোধী কল্যাণ সোসাইটির উদ্যোগে মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য প্রকাশ করেন।

Ad
Ad

মাদকের বিস্তার ও পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্র প্রসঙ্গে তিনি আরও বলেন, পাশের দেশগুলোর ষড়যন্ত্রের কারণে দেশে মাদকের ভয়াবহ বিস্তার হচ্ছে। বাংলাদেশে কোনো প্রকার মাদকদ্রব্য তৈরি হয় না। মাদক নিয়ন্ত্রণে বিজিবিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক প্রচেষ্টা চালালেও সীমান্ত এলাকা ও সমুদ্র পথে পাশের দেশগুলো থেকে এ দেশে মাদক প্রবেশ করছে।

তিনি উদ্বেগ  প্রকাশ করে বলেন, মাদকসেবীদের ৮০ শতাংশই তরুণ ও শিক্ষার্থী। তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তাই তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে ছোট বড় সব পর্যায়ের মাদক কারবারিদের আইনের আওতায় আনতে হবে।  

সমাবেশে আরও বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা বিভাগীয় অতিরিক্ত পরিচালক এ কে এম শওকত ইসলাম, জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. খোরশিদ আলম, স্বাধীন বাংলা মাদকবিরোধী কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. সেলিম নিজামী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোতাহের হোসেন মানিক ও সাধারণ সম্পাদক বিমল সরকার, সংগঠনের নারায়ণগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক মো. বজলুর রহমান।

এছাড়া ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম, নারায়ণগঞ্জ আদর্শ স্কুলের প্রাধান শিক্ষক মো. আজিজুল রহমান, সিটি কর্পোরেশনের স্থানীয় সাবেক ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশা, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
কোন আসনে বিএনপির প্রার্থী কে, দেখে নিন
৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪৬:১৪


সংবাদ ছবি
ঠাকুরগাঁও-১ আসনে লড়বেন মির্জা ফখরুল
৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৫৪:১১

সংবাদ ছবি
ঢাকাতে বিএনপির প্রার্থী হলেন যারা
৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪৬:২৮

সংবাদ ছবি
যে আসনে লড়বেন তারেক রহমান
৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩৬:৪৯


Follow Us