নোয়াখালীতে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত
নোয়াখালী প্রতিনিধি: আন্তজার্তিক মাদক বিরোধী দিবস উদ্যাপন উপলক্ষে নোয়াখালীর বেগমগঞ্জ গোপালপুর ফাউন্ডেশনের উদ্যোগে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।২৬ জুন বৃহস্পতিবার বিকাল বেগমগঞ্জ উপজেলার গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফাউন্ডেশনের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুর নবীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ সার্কেল, অতিরিক্ত পুলিশ সুপার আ,ন,ম ইমরান খান।অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক সুব্রত সরকার শুভ, এছাড়া বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন দেওয়ান, গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন মিন্টুসহ অনেকেই উপস্থিত ছিলেন।