• ঢাকা
  • |
  • শুক্রবার ১৯শে পৌষ ১৪৩২ রাত ১০:১৫:৪৯ (02-Jan-2026)
  • - ৩৩° সে:

ভুয়া ডিবি পরিচয়ে অপহরণের চেষ্টা, গণধোলাইয়ের পর আটক ২

২ জানুয়ারী ২০২৬ সকাল ১০:২১:১৬

ভুয়া ডিবি পরিচয়ে অপহরণের চেষ্টা, গণধোলাইয়ের পর আটক ২

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে এক ব্যক্তিকে তুলে নেওয়ার চেষ্টাকালে দুই ভুয়া ডিবি সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা।

Ad

১ জানুয়ারি বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় এ ঘটনা ঘটে।

Ad
Ad

এ সময় তাদের ব্যবহৃত একটি এক্স নোহা মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

আটকরা হলেন, শরীয়তপুর জেলার নড়িয়া থানার উপশি গ্রামের সুমন মিয়া (৪২) এবং গাজীপুরের কালীগঞ্জ থানার দত্তপাড়া এলাকার হাছান মোহাম্মদ হৃদয় (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৪-৫ জনের একটি চক্র নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে মহাসড়কের পাশ থেকে এক ব্যক্তিকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নেওয়ার চেষ্টা করে। ভুক্তভোগীর চিৎকারে পথচারীরা এগিয়ে এসে তাদের চ্যালেঞ্জ করলে চক্রটি পালানোর চেষ্টা করে। এসময় জনতা ধাওয়া দিয়ে সুমন ও হৃদয়কে ধরে গণধোলাই দেয়। পরে ৯৯৯-এ কল পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয়।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) গাজী মাহতাব জানান, জনতা দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তাদের কাছ থেকে অপরাধে ব্যবহৃত একটি গাড়ি জব্দ করা হয়েছে। এই চক্রের বাকি সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রিজার্ভ ছাড়ালো ৩৩ বিলিয়ন ডলার
রিজার্ভ ছাড়ালো ৩৩ বিলিয়ন ডলার
২ জানুয়ারী ২০২৬ রাত ০৮:১১:১৯








Follow Us