• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে ভাদ্র ১৪৩২ দুপুর ০২:৪২:৫০ (04-Sep-2025)
  • - ৩৩° সে:

অপরাধ

ঝিনাইদহে তালাবদ্ধ ঘর থেকে ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

৪ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১১:৫২:৩০

সংবাদ ছবি

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে তালাবদ্ধ ঘর থেকে এক ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই ঘরের দেয়ালে তাকে হত্যার কারণও লেখা ছিল।

৩ সেপ্টেম্বর বুধবার রাতে সদর উপজেলার কেশবপুর গ্রাম থেকে তোয়াজ উদ্দিন শেখ নামের ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকালে তোয়াজ উদ্দিনের ঘর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা তার স্বজনদের খবর দেয়। পরে স্বজনরা জানালা দিয়ে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ রাতে ঘটনাস্থলে পৌঁছে ঘরের তালা ভেঙে হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। নিহত তোয়াজ উদ্দিন শেখ গত সপ্তাহে ঢাকা থেকে নিজ গ্রামের বাড়িতে আসেন। স্ত্রী সন্তান না থাকায় তিনি বাড়িতে একাই বসবাস করতেন। গত সোমবার গ্রামের অনেকের সঙ্গে তার দেখা হয়। এরপর থেকে কেউ আর তাকে জনসম্মুখে দেখতে পায়নি।

যে ঘর থেকে তোয়াজ উদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়, তার দেওয়ালে মহানবী সা. সম্পর্কে খারাপ কথা বলার কারণে তাকে হত্যা করা হয়েছে বলে লিখিত ইঙ্গিত থাকলেও পুলিশ এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘হাত-পা বাঁধা অবস্থায় তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে হত্যাকাণ্ড হিসেবে আমরা ধারণা করছি। সুরতহাল শেষে মরদেহ মর্গে পাঠানো হবে। তদন্ত শুরু হয়েছে। তদন্তের পরে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ