• ঢাকা
  • |
  • রবিবার ১৬ই ভাদ্র ১৪৩২ সকাল ০৯:২৯:৫৪ (31-Aug-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

পঞ্চগড়ে বাড়ির পাশের পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদায় পুকুর থেকে সোয়েল ইসলাম (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ২৮ আগস্ট বৃহস্পতিবার সকালে বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের বানিয়াপাড়ায় বাড়ির পাশে একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।প্রাথমিক সুরতহালে নিহতের গলায় শ্বাসরোধের মতো চিহ্ন দেখা গেছে। এ নিয়ে মামলার প্রস্তুতি চলছে এবং জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।এ ঘটনায় নিহতের বড় ভাই সুলতান আলী (৩৬) ও স্থানীয় সাইদার রহমানকে (৪৩) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। সোয়েল ওই গ্রামের সাবিরুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন।স্থানীয়দের বরাতে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, নিহত সোয়েলের পরিবারের সাথে তার চাচা এনামুল হকের বিরোধ ছিল। দুদিন আগে চাচার সাথে মঙ্গলবার জমির আইল কাটা ও মাছ ধরা নিয়ে মারামারির ঘটনা ঘটে। বুধবার রাতে ফোনে কথা বলতে বলতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি সোয়েল। বৃহস্পতিবার সকালে তার মরদেহ পুকুরে ভাসতে দেখেন স্থানীয়রা।