• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে ভাদ্র ১৪৩২ দুপুর ১২:৪৪:৩৯ (05-Sep-2025)
  • - ৩৩° সে:

অপরাধ

পঞ্চগড়ে অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর উৎপাদন, দুই কারখানাকে জরিমানা

৫ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৯:২০:৫৮

সংবাদ ছবি

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরি ও মানহীন তেলসহ নিম্নমানের উপকরণ ব্যবহার করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই কারখানাকে জরিমানা করা হয়েছে।

৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের বিশমনি ও পৌরসভার জালাসী এলাকায় এ অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী ও প্রশাসন।

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজি। এ সময় দুটি কারখানাকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দ করা হয় প্রায় দুইশ’ কেজি চানাচুর।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হাফিজাবাদ ইউনিয়নের বিশমনি এলাকায় ‘বাবু চানাচুর’ নামের কারখানায় পোকামাকড়যুক্ত বাদাম, মানহীন মরিচগুঁড়া ও নোংরা তেল ব্যবহার করে চানাচুর তৈরি করা হতো। এ অপরাধে কারখানার মালিক শরিফ উদ্দিনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কারখানায় প্রস্তুত রাখা প্রায় ১২০ কেজি চানাচুর জব্দ করে ধ্বংস করা হয়।

একই অভিযানের দ্বিতীয় ধাপে পৌরসভার জালাসী এলাকায় ‘সারোয়ার চানাচুর’ কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদনের অভিযোগে মালিক নজরুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠান থেকে জব্দকৃত প্রায় ১০০ কেজি চানাচুরও ধ্বংস করা হয়।

পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন খালিদের নেতৃত্বে অভিযানে অংশ নেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহন মিনজি, সদর থানার উপপরিদর্শক শরিফুল ইসলাম, সেনা সদস্য ও থানা পুলিশের একটি টিম।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহন মিনজি বলেন, কারখানাগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরি হচ্ছিল। ব্যবহৃত তেলের মান ছিল অত্যন্ত নোংরা, চারদিকে স্যাঁতসেঁতে পরিবেশ। এজন্য প্রতিষ্ঠানগুলোকে জরিমানা ও সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে একই অপরাধ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, জনগণের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
আজ ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে
৫ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:২৫:৩৫