স্পোর্টস ডেস্ক: মৌসুমজুড়ে ওঠানামা করা পারফরম্যান্স আর মাঝপথে কোচ জাবি আলোনসোর বিদায় সব মিলিয়ে কিছুদিন অস্বস্তির মধ্যেই ছিল রিয়াল মাদ্রিদ। তবে ধীরে ধীরে সেই ধাক্কা সামলে আবারও নিজেদের চেনা রূপে ফিরতে শুরু করেছে লস ব্লাঙ্কোসরা। সমান ম্যাচে খেলে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে এক পয়েন্ট পিছিয়ে থাকলেও কাতালানদের সাম্প্রতিক হারের সুযোগ কাজে লাগিয়েছে মাদ্রিদ। ভিয়ারিয়ালের বিপক্ষে জয় তুলে নিয়ে লা লিগার শীর্ষস্থান দখল করল তারা।

২৪ জানুয়ারি শনিবার রাতে ভিয়ারিয়ালের মাঠে পুরো ম্যাচের নায়ক ছিলেন কিলিয়ান এমবাপে। ফরাসি অধিনায়কের জোড়া গোলে ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করে রিয়াল। ম্যাচে ৫৯ শতাংশ বল দখলে রেখে ১২টি শট নেয় অতিথিরা, যার চারটি ছিল লক্ষ্যে। অন্যদিকে ভিয়ারিয়াল ১০টি শট নিলেও লক্ষ্যে রাখতে পারে মাত্র একটি।


প্রথমার্ধে রিয়াল ম্যাচের নিয়ন্ত্রণে থাকলেও স্পষ্ট সুযোগ তৈরি হচ্ছিল না। ২০ মিনিটে আর্দা গুলারের শট ফিরিয়ে দেন গোলরক্ষক। এরপর এমবাপের নিচু শট ঠেকান লুইস জুনিয়র। বিরতির ঠিক আগে ভিনিসিয়ুস জুনিয়রের শট অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে চলে যায়। এ সময় ভিয়ারিয়ালের পেপ গেয়িও একটি সুযোগ নষ্ট করেন।
বিরতির পরই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন এমবাপে। দ্বিতীয় মিনিটে ভিনিসিয়ুসের সঙ্গে ওয়ান-টু খেলে ডিফেন্ডারকে কাটিয়ে নিখুঁত শটে জাল খুঁজে নেন তিনি। ৭০ মিনিটের পর ভিয়ারিয়ালের একমাত্র লক্ষ্যে থাকা শটটি সহজেই সামলান থিবো কোর্তোয়া। যোগ করা সময়ে এমবাপের ওপর ফাউল হলে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। পানেনকা শটে নিজের দ্বিতীয় গোলটি করেন এই ফরাসি তারকা। চলতি লা লিগায় এখন পর্যন্ত এটি তার ২১তম গোল।
এই জয়ে লা লিগায় টানা পঞ্চম ম্যাচে জয় পেল রিয়াল মাদ্রিদ। ২১ ম্যাচ শেষে তাদের পয়েন্ট দাঁড়াল ৫১। এক ম্যাচ কম খেলে দুই পয়েন্ট পিছিয়ে রয়েছে বার্সেলোনা। আর তৃতীয় স্থানে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদ শীর্ষ থেকে পিছিয়ে আছে ১০ পয়েন্টে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available