• ঢাকা
  • |
  • রবিবার ২৭শে পৌষ ১৪৩২ ভোর ০৪:৪৮:৩৪ (11-Jan-2026)
  • - ৩৩° সে:

প্রতি শনিবার বিনামূল্যে চিকিৎসা সহায়তা কার্যক্রম চলমান থাকবে

১০ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:১৯:৪১

প্রতি শনিবার বিনামূল্যে চিকিৎসা সহায়তা কার্যক্রম চলমান থাকবে

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা সেনা জোনের নিয়মিত আর্থ-সামাজিক ও উন্নয়ন কর্মসূচির আওতায় মাটিরাঙ্গার প্রত্যন্ত অঞ্চল ওয়াছু রাবার বাগান এলাকার জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম পরিদর্শনে গিয়ে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান এ কথা বলেন।

Ad

এ সময় জোন অধিনায়ক আরও বলেন, এই তীব্র শীতে সর্দি, কাশি, ঠান্ডা, হাঁপানি ও নিউমোনিয়ার প্রকোপ বেরে থাকে। তাই মাটিরাঙ্গার অসহায় দুস্থ জনসাধারণের কথা চিন্তা করে এখন প্রতি শনিবার জোন এলাকার বিভিন্ন স্থানে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম চলমান থাকবে।

Ad
Ad

১০ জানুয়ারি শনিবার সকালে মাটিরাঙ্গা জোন আওতাধীন ওয়াছু রাবার বাগান এলাকায় মাটিরাঙ্গা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন নুর এ রেজওয়ান তৌফিক রেজবী প্রায় দুই শতাধিক পাহাড়ি-বাঙালি জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।

এ সময় মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান উপস্থিত সকলের সাথে কৌশল বিনিময় করেন।

মাটিরাঙ্গা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় সেনাবাহিনীর এমন মানবিক কার্যক্রম ইতিবাচক সাড়া ফেলেছে। বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পাওয়া উপকারভো‌গীরা সেবা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ ক‌রে সেনাবাহিনীর সাফল‌্য কামনা ক‌রেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us