ওয়ান উম্মাহর অর্থায়নে উত্তরাঞ্চলের ৪ উপজেলায় ৮০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক সংস্থা ওয়ান উম্মাহর অর্থায়নে এবং আমান (এসোসিয়েশন ফর ম্যাস এডভান্সমেন্ট নেটওয়ার্ক)-এর সহযোগিতায় রংপুর বিভাগের বিভিন্ন এলাকার দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।রংপুরের বদরগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়নের ২০০টি দরিদ্র ও অসহায় পরিবারের হাতে কম্বল ও প্রয়োজনীয় শীতবস্ত্র তুলে দেওয়া হয়। কনকনে শীতে এসব শীতবস্ত্র পেয়ে অসহায় মানুষগুলোর মুখে হাসির ঝিলিক দেখা যায়।রংপুর বিভাগের বদরগঞ্জ, গংগাচড়া, নীলফামারীর ডিমলা এবং গাইবান্ধার সুন্দরগঞ্জ—এই ৪টি উপজেলায় মোট ৮০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আয়োজকরা জানান, উত্তরাঞ্চলে শীতের প্রকোপ বেশি থাকায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে। আগামীতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়।