• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই ভাদ্র ১৪৩২ রাত ০৯:৪২:৩৮ (02-Sep-2025)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

মাকালা কারাগারে পালানোর সময় ১২৯ বন্দী নিহত

৩ সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৪:২১:৩৫

সংবাদ ছবি

আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর বৃহত্তম কিনশাসার মাকালা কারাগার থেকে পালানোর চেষ্টায় অন্তত ১২৯ জন কারাবন্দি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৫৯ জন।

৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে এক্স-এ এক পোস্টে দেশটির মুখপাত্র জ্যাকমেইন শাবানি লুকু বলেছেন, কারাগারে আগুন লাগার ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের ২৪ জন বন্দুকযুদ্ধে এবং অন্যরা বিশৃঙ্খলার সময় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন।

মুখপাত্র লুকু আরও বলেন, কারাগারের হাসপাতালসহ প্রশাসনিক ভবনগুলোতে আগুন ছড়িয়ে পড়ার পর তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। এ ঘটনার পর বহু হতাহতের ঘটনা ঘটে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। তবে কিভাবে অগ্নিপাত হলো এ বিষয়ে তদন্ত চলছে।

সংবাদ মাধ্যম আল জাজিরা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বরাত দিয়ে বলছে, দেশের সবচেয়ে বড় কারাগার মাকালা। এটি ১৫০০ বন্দী রাখার জন্য তৈরি করা হয়েছিল। কিন্তু গত বছরের অক্টোবর পর্যন্ত ১২০০ বেশি বন্দী রাখা হয়েছিল, যাদের বেশিরভাগই বিচারের অপেক্ষায় রয়েছে।

এর আগে ২০১৭ সালে অন্তত ৪০০০ বন্দী কারাগার ও আশপাশের এলাকায় সশস্ত্র ব্যক্তিরা রাতে আক্রমণ করার পরে পালিয়ে যায়। এ ঘটনায় ৮০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিলেন। এরপর এবারের ঘটনায় এখন পর্যন্ত প্রায় ১২৯ জন নিহত হয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
ভেদরগঞ্জে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু, আহত ১
২ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৯:১৪:৪১



সংবাদ ছবি
রাজধানীর মৌচাকে মসজিদে আগুন
২ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৮:১০





সংবাদ ছবি
এলপি গ্যাসের দাম কমলো ৩ টাকা
২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:০৩:০৭