• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে ভাদ্র ১৪৩২ দুপুর ০২:৪৯:২২ (04-Sep-2025)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

হার্ভার্ডের তহবিল কাটছাঁটে ট্রাম্পের সিদ্ধান্ত বাতিল মার্কিন আদালতে

৪ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:০৪:৪৬

সংবাদ ছবি

আন্তর্জাতিক ডেস্ক: হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা তহবিলের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপিত নিষেধাজ্ঞা বাতিল করে দিয়েছে দেশটির ফেডারেল আদালত। আদালত বলছে, ট্রাম্পের এই সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের স্বাধীন মত প্রকাশের অধিকার লঙ্ঘন করেছে। খবর বিবিসির।

স্থানীয় সময় বুধবার (৩ সেপ্টেম্বর) বিচারক অ্যালিসন বারোজ এই রায় দেন। রায়ে তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের প্রায় ২ বিলিয়ন ডলার গবেষণা তহবিল স্থগিত করার সিদ্ধান্ত ছিল বেআইনি। বিচারক এই স্থগিতাদেশ শুধু বাতিলই করেননি, বরং সরকার যেন চলমান অনুদানগুলোর অর্থ আটকে না রাখে, সেই বিষয়েও নিষেধাজ্ঞা জারি করেছেন।

ট্রাম্প প্রশাসন গত এপ্রিল মাসে হার্ভার্ডের বিরুদ্ধে ইহুদি-বিদ্বেষ এবং ‘র‍্যাডিক্যাল বামপন্থী’ মতাদর্শের অভিযোগ এনেছিল। সেই অভিযোগের ভিত্তিতেই বিশ্ববিদ্যালয়টির তহবিল স্থগিত করা হয়।

তবে বিচারক বারোজ তার রায়ে বলেন, হার্ভার্ডে ইহুদি-বিদ্বেষের উপস্থিতি থাকলেও এটি তহবিল বাতিলের আসল কারণ ছিল না। তিনি মনে করেন, সরকার নিজস্ব সিদ্ধান্ত চাপিয়ে দিতে এই ইস্যুটিকে ব্যবহার করেছে।

আদালতের এই রায় হার্ভার্ডের জন্য একটি বড় বিজয় হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়টি তহবিল স্থগিতের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছিল। তবে ধারণা করা হচ্ছে, ট্রাম্প প্রশাসন এই রায়ের বিরুদ্ধে আপিল করবে। এর ফলে হার্ভার্ডের সঙ্গে ট্রাম্প প্রশাসনের আইনি লড়াই অব্যাহত থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ