আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়া থেকে প্রায় ২৫০টি ছাগল চুরি করে অধিকৃত পশ্চিম তীরের খামারগুলোতে পাচারের অভিযোগে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-এর কয়েকজন সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়, গোলান মালভূমিতে মোতায়েন গোলান ব্রিগেডের একটি ব্যাটালিয়ন দুই সপ্তাহ আগে সিরিয়ার ভেতরে একটি অভিযানের সময় এই ঘটনার সঙ্গে জড়িত ছিল। অভিযানের সময় তারা সিরীয় কৃষকদের মালিকানাধীন একটি ছাগলের পাল শনাক্ত করে তা ইসরাইলি ভূখণ্ডে নিয়ে আসে। পরে ওই ছাগলগুলো ট্রাকে করে অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন অবৈধ বসতির খামারে পাঠানো হয়।


ঘটনাটি প্রকাশ্যে আসার পর আইডিএফ এক বিবৃতিতে জানায়, সংশ্লিষ্ট অভিযানটি কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই পরিচালিত হয়েছিল। এ ঘটনায় জড়িত স্কোয়াড কমান্ডারকে তার পদ থেকে বরখাস্ত করা হয়েছে এবং কোম্পানি কমান্ডারকে কঠোরভাবে তিরস্কার করা হয়েছে। পাশাপাশি পুরো স্কোয়াডকে দীর্ঘ সময়ের জন্য বরখাস্ত করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, গোলান মালভূমির স্থানীয় কৃষকেরা রাস্তায় ডজন ডজন ছাগল ঘুরে বেড়াতে দেখে বিষয়টি সেনাবাহিনীকে জানালে ঘটনাটি প্রথম নজরে আসে। পরবর্তী তদন্তে জানা যায়, পাচার করা ২৫০টি ছাগলের মধ্যে প্রায় ২০০টি বর্তমানে ইসরাইলের অভ্যন্তরে রয়েছে। এসব ছাগলের গায়ে কোনো শনাক্তকারী চিহ্ন নেই এবং সেগুলোতে রোগ প্রতিরোধের টিকাও দেওয়া হয়নি। বাকি ছাগলগুলো সিরীয় সীমান্তের ভেতরে বিভিন্ন স্থানে ছড়িয়ে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদ সরকারের পতনের পর থেকে ইসরাইলি বাহিনী দক্ষিণ সিরিয়ার বাফার জোনের ভেতরে অন্তত নয়টি সামরিক পোস্টে অবস্থান করছে। ইসরাইলের দাবি, শত্রুপক্ষের হাতে বিপজ্জনক অস্ত্র পৌঁছে যাওয়া ঠেকাতে তারা সিরিয়ার অভ্যন্তরে প্রায় ১৫ কিলোমিটার পর্যন্ত অভিযান পরিচালনা করছে।
তবে এই ঘটনার মাধ্যমে সেনাবাহিনীর একটি অংশের শৃঙ্খলাভঙ্গ ও অননুমোদিত কর্মকাণ্ড আইডিএফ-এর অভ্যন্তরীণ নজরদারি ও শৃঙ্খলা ব্যবস্থার ওপর গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে। সূত্র: দ্য টাইমস অব ইসরাইল।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available