• ঢাকা
  • |
  • শনিবার ১১ই মাঘ ১৪৩২ দুপুর ০১:২২:৫০ (24-Jan-2026)
  • - ৩৩° সে:

বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান

২২ জানুয়ারী ২০২৬ সকাল ১০:৩৭:৪৬

বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সাম্প্রতিক বিক্ষোভে মৃতদের সংখ্যা প্রকাশ করেছে দেশটির ইসলামি প্রজাতন্ত্রী সরকার। ২১ জানুয়ারি বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রায়ত্ত টেলিভিশন জানায়, বিক্ষোভে মোট ৩ হাজার ১১৭ জন নিহত হয়েছেন।

Ad

নিহতদের মধ্যে ২ হাজার ৪২৭ জনকে ‘শহীদ’ এবং ৬৯০ জনকে ‘সন্ত্রাসী-দাঙ্গাকারী’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের বরাত দিয়ে জাতীয় নিরাপত্তা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী আকবর পৌরজামশিদিয়ান বলেন, নিহত ‘সন্ত্রাসী-দাঙ্গাকারী’ হিসেবে চিহ্নিতরা সরকারি ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছেন। ‘শহীদ’-এর তালিকায় সাধারণ বেসামরিক বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছেন।

Ad
Ad

তবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি তাদের ওয়েবসাইটে জানিয়েছে, বিক্ষোভ শুরু থেকে এ পর্যন্ত মৃতের সংখ্যা ৪ হাজার ৫৬০। অন্য অনানুষ্ঠানিক সূত্রে এই সংখ্যা ১৫ হাজারের বেশি হতে পারে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এখনও independently এই সংখ্যাগুলো যাচাই করতে পারেনি।

বিক্ষোভগুলো জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি ও মূল্যস্ফীতি বিরোধী আন্দোলন হিসেবে ২৮ ডিসেম্বর থেকে শুরু হয়। কয়েক দিনের মধ্যে তা দেশটির ৩১টি প্রদেশে ছড়িয়ে পড়ে। সরকারের পক্ষ থেকে ইন্টারনেট এবং মোবাইল নেটওয়ার্ক বন্ধ করা হয়েছে, এবং পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এই পদক্ষেপের ফলে বিক্ষোভ-উত্তেজনা অনেকটা প্রশমিত হয়েছে। সূত্র: এপি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধসে নিহত ৭, নিখোঁজ ৮২
ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধসে নিহত ৭, নিখোঁজ ৮২
২৪ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:৫৪:১৫


গণভোট নিয়ে বগুড়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত
গণভোট নিয়ে বগুড়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত
২৪ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:৪১:৪৮






Follow Us