আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের পশ্চিম বানদুং অঞ্চলে ভয়াবহ ভূমিধসে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৮২ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা।

স্থানীয় সময় ২৪ জানুয়ারি শনিবার ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করে। সংস্থাটির মুখপাত্র আব্দুল মুহারি বলেন, নিখোঁজ মানুষের সংখ্যা অনেক বেশি এবং উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে।


ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম কম্পাস জানায়, শুক্রবার ভোররাত আনুমানিক ২টার দিকে পশ্চিম বানদুং জেলার পাসিরলাঙ্গু গ্রামে এই ভূমিধসের ঘটনা ঘটে। সাম্প্রতিক কয়েক দিনের ভারী বৃষ্টিপাতের কারণে এলাকাটি আগেই প্লাবিত ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, নিহত ও আহতদের সংখ্যা চূড়ান্তভাবে নথিভুক্ত করার প্রক্রিয়া এখনও চলমান রয়েছে। নতুন করে প্রাণহানির আশঙ্কায় ভূমিধসপ্রবণ এলাকাগুলো থেকে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে কম্পাসের বরাতে জানানো হয়, ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকার পরিমাণ আনুমানিক ৩০ হেক্টর (প্রায় ৭৪ একর)। এছাড়া ইন্দোনেশিয়ার আবহাওয়া সংস্থা সতর্ক করে জানিয়েছে, শুক্রবার থেকে আগামী এক সপ্তাহ পশ্চিম জাভা প্রদেশে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
উদ্ধারকাজে সেনাবাহিনী, পুলিশ ও স্বেচ্ছাসেবকরা একযোগে কাজ করছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
তথ্যসূত্র: আল জাজিরা
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available