• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে কার্তিক ১৪৩২ রাত ০২:৫৮:০৯ (04-Nov-2025)
  • - ৩৩° সে:

পিআইবিতে কৃষি বিশ্ববিদ্যালয় ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা

৬ মার্চ ২০২৫ সকাল ১১:০৪:৩১

সংবাদ ছবি

বাকৃবি প্রতিনিধি: প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) সংবাদদাতাদের জন্য মোবাইল সাংবাদিকতা বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

Ad

৬ মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর পিআইবি সেমিনার কক্ষে ওই কর্মশালার উদ্বোধন করা হয়।

Ad
Ad

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। এছাড়া উপস্থিত ছিলেন পিআইবির অধ্যয়ন ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক পারভীন সুলতানা রাব্বী এবং প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম।

কর্মশালায় দুই বিশ্ববিদ্যালয়ের ২৮ জন সাংবাদিক অংশগ্রহণ করেছেন। প্রশিক্ষণ কর্মশালার সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন পিআইবির প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম।

জানা যায়, প্রশিক্ষণে সাংবাদিকদের মোবাইল ডিভাইস ব্যবহার করে প্রতিবেদন তৈরির কৌশল, মক সেশন, ব্যবহারিক ক্লাসসহ বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। এ প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকরা বহুমুখী প্ল্যাটফর্মে প্রতিবেদন তৈরি ও পরিবেশনে পারদর্শিতা অর্জন করবেন বলে আশা প্রকাশ করেন আয়োজকরা। কর্মশালা চলবে আগামী ৮ মার্চ পর্যন্ত।

পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ তার বক্তব্যে বলেন, মিথ্যা এখন মহামারির মতো ছড়িয়ে পড়েছে। তাই সত্য-মিথ্যা যাচাই করা কঠিন হয়ে পড়েছে। এক্ষেত্রে সাংবাদিকদের বড় দায়িত্ব রয়েছে মূল তথ্য তুলে ধরার। সাংবাদিকদের এক চোখ দিয়ে না দেখে বহুচোখে দেখে তথ্য যাচাই করে সঠিক তথ্য মানুষের সামনে তুলে ধরতে হবে। এভাবে সাংবাদিক হিসেবে নিজেকে বিশ্বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। গত ১৫ বছরে সাংবাদিকতাকে ভূলুণ্ঠিত করা হয়েছে। সাংবাদিকদের সম্মান ফিরিয়ে আনতে সবাইকে কাজ করতে হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
কোন আসনে বিএনপির প্রার্থী কে, দেখে নিন
৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪৬:১৪


সংবাদ ছবি
ঠাকুরগাঁও-১ আসনে লড়বেন মির্জা ফখরুল
৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৫৪:১১

সংবাদ ছবি
ঢাকাতে বিএনপির প্রার্থী হলেন যারা
৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪৬:২৮

সংবাদ ছবি
যে আসনে লড়বেন তারেক রহমান
৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩৬:৪৯


Follow Us