ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা।
১ আগস্ট শুক্রবার বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমেদ ফটিকছড়ির বাবুনগর এলাকায় অবস্থিত আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় পৌঁছান। এর আগে তাঁরা হাটহাজারী মাদ্রাসাও সফর করেন।
বাবুনগর মাদ্রাসায় হেফাজতের আমীরের সঙ্গে প্রায় আধা ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সালাহউদ্দিন আহমেদ। তিনি জানান, দলীয় চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আমরা হেফাজত নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসেছি।
হেফাজতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য না দিলেও, সংগঠনের যুগ্ম মহাসচিব মীর ইদ্রীস বলেন, এটি কেবল একটি সৌজন্য সাক্ষাৎ ছিল। জাতীয় নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, সদ্য বিলুপ্ত উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীর, ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহারসহ স্থানীয় নেতারা।
এ সফরকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে নানা আলোচনা-সমালোচনা শুরু হলেও, উভয় পক্ষই সাক্ষাৎটিকে সম্পূর্ণ সৌজন্যমূলক বলেই অভিহিত করেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available