ডেস্ক রিপোর্ট: স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সাবেক মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল (অব.) ফাতেমী রুমির সঙ্গে অতীতের একটি অনাঙ্ক্ষিত ঘটনা উল্লেখ করে দুঃখপ্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

৯ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়াপারসনের রাজনৈতিক কার্যালয়ে অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্যদের মতবিনিময় সভায় এই দুঃখ প্রকাশ করেন তিনি।


বক্তব্যের একপর্যায়ে তারেক রহমান বলেন, এটা একান্ত পার্সোনাল ব্যাপার। তারপরও আমি একটু এখানে উল্লেখ করতে চাচ্ছি। রুমি সাহেব আম্মার (খালেদা জিয়া) সময় এসএসএফর ডিজি ছিলেন। তিনি এখানে উপস্থিত আছেন। রুমি সাহেব আপনার নিশ্চয় মনে আছে পুরান ঢাকা থেকে আমিন বাজারে একটা মিছিল হয়েছিল। সেই পুরা মিছিলটা আমিও হেঁটে এসেছিলাম। আম্মাও সেই মিছিলে ছিলেন।
তিনি আরও বলেন, সেই মিছিলে অনেক ভিড় হট্টগোল ছিল। আপনি আমাকে একটা কিছু বলেছিলেন। এটার জন্য আমি খুবই দুঃখিত যে সেদিন আপনার সঙ্গে একটু রূঢ় ব্যবহার করেছিলাম। সবকিছু মিলে আমি খুবই দুঃখিত। অনেক দিন আপনাকে রিচ করার চেষ্টা করেছি এটা বলার জন্য। আই রিকোয়েস্ট মাই অ্যাপোলজি। আজকে সুযোগ পেয়েছি। আই অ্যাম রিয়েলি সরি ফর দ্যাট।
জবাবে মেজর জেনারেল (অব.) সাদিক হাসান রুমি বলেন, আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব। যেটা বলেছেন থ্যাংক ইউ ভেরি মাচ। আই উইল রিমেম্বার ইট।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available