• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৪শে পৌষ ১৪৩২ রাত ০৩:৪৫:৫৮ (08-Jan-2026)
  • - ৩৩° সে:

ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক : আসিফ মাহমুদ

৬ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:৪০

ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক : আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক : আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান নিয়ে জনগণের মধ্যে প্রবল শঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। একইসঙ্গে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিকে ‘হতাশাজনক’ হিসেবে অভিহিত করেছেন তিনি।

Ad

৬ জানুয়ারি মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। বিকেল তিনটার দিকে চার সদস্যের একটি প্রতিনিধিদল নিয়ে সিইসির সঙ্গে বৈঠকে বসেন আসিফ মাহমুদ।

Ad
Ad

নির্বাচন অনুষ্ঠান নিয়ে শঙ্কার কথা জানিয়ে আসিফ মাহমুদ বলেন, এখনো যখন রাস্তায় বের হই, মানুষ জিজ্ঞেস করে নির্বাচন হবে কি না। এটা সরকার ও ইসির ব্যর্থতা যে, তারা মানুষকে সেই আত্মবিশ্বাস দিতে পারেনি। নির্বাচন হবে কি হবে না, তা নিয়ে মানুষের মধ্যে এখনো সংশয় কাজ করছে।

এনসিপির ভেতরেও কোনো শঙ্কা আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা যখন দেখি একজন প্রার্থীকে যেখানে শুনানি হওয়ার কথা সেখানে ঘাড় ধাক্কা দেওয়া হচ্ছে, তখন স্পষ্টভাবেই এই শঙ্কা আমাদের মধ্যেও কাজ করে। বিভিন্ন এলাকায় সন্ত্রাসীরা প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে, অনেক জায়গায় প্রশাসন পক্ষপাতিত্ব করছে। এসব কারণে আমরা শঙ্কিত।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে সাবেক এই উপদেষ্টা বলেন, তফসিল ঘোষণার পরদিন চিহ্নিত আসামির হাতে আমাদের সহযোদ্ধা হাদি শহীদ হয়েছেন। এর ফলে নির্বাচন নিয়ে শঙ্কা আরও ঘনীভূত হয়েছে। দৃশ্যমান আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখা যাচ্ছে না; পরিস্থিতি আগের মতোই রয়ে গেছে।

ইসির সঙ্গে আলোচনার বিষয়ে তিনি জানান, কমিশন সুষ্ঠু পরিবেশের বিষয়ে আশ্বস্ত করার চেষ্টা করেছে। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কথায় নয়, কাজের মাধ্যমে তাদের প্রমাণ দিতে হবে। আমরা যদি দেখি তারা একতরফা কোনো নির্বাচনের দিকে যাচ্ছে, তবে আমরা তা মেনে নেব না।

তিনি আরও অভিযোগ করেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের অফিসে নিয়মবহির্ভূতভাবে সরকারি কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার প্রধানরা যাওয়া শুরু করেছেন। বাংলাদেশে যদি আবারও কোনো পাতানো নির্বাচনের প্লট সাজানো হয়, তবে আমরা অবশ্যই রাজপথ বেছে নিতে বাধ্য হব।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিশ্ববাজারে কমেছে স্বর্ণ-রুপার দাম
বিশ্ববাজারে কমেছে স্বর্ণ-রুপার দাম
৭ জানুয়ারী ২০২৬ রাত ০৯:১১:৪০

পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি
৭ জানুয়ারী ২০২৬ রাত ০৮:৩৫:৩৬







ছাতকে যুবলীগ নেতা তাজ উদ্দিন গ্রেফতার
ছাতকে যুবলীগ নেতা তাজ উদ্দিন গ্রেফতার
৭ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:৫৫:৫৭

ফের উৎপাদন বন্ধ যমুনা সার কারখানার
ফের উৎপাদন বন্ধ যমুনা সার কারখানার
৭ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:৪৮:২৫


Follow Us