• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা শ্রাবণ ১৪৩২ সকাল ০৯:৪৭:০৭ (17-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা শ্রাবণ ১৪৩২ সকাল ০৯:৪৭:০৭ (17-Jul-2025)
  • - ৩৩° সে:

সোহরাওয়ার্দীতে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ চলছে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন- এই তিন দাবিতে আয়োজিত ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশের প্রথম অধিবেশন শুরু হয়েছে। ইতোমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাস, লঞ্চসহ বিভিন্ন ভাবে সোহরাওয়ার্দী উদ্যানের হাজির হয়েছে দলটির নেতা-কর্মীরা।২৮ জুন শনিবার উদ্যানে গিয়ে দেখা যায়, দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে মূল প্রোগ্রামে শুরু হওয়ার কথা থাকলেও ইতোমধ্যেই লোকে লোকারণ্য হয়ে গেছে। এখনো পথে রয়েছেন দলটির অনেক নেতা-কর্মী।দলটির প্রচার ও দাওয়া সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ জানান, সকাল ১০টায় কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয় প্রথম পর্ব। এ পর্বে সারদেশ থেকে আগত জেলা-মহানগর নেতারা বক্তব্য রাখছেন। এর মাঝে উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।তিনি বলেন, আজ মহাসমাবেশে সংখ্যানুপাতিক পদ্ধতির পক্ষের সবগুলো রাজনৈতিক দলের নেতারা উপস্থিত হবেন ইনশাআল্লাহ।ইসলামী আন্দোলন থেকে জানানো হয়, দুপুর দুইটা থেকে মহাসমাবেশের মূলপর্ব শুরু হবে। মহাসমাবেশে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।