• ঢাকা
  • |
  • সোমবার ২৪শে ভাদ্র ১৪৩২ বিকাল ০৩:১২:৪৩ (08-Sep-2025)
  • - ৩৩° সে:

খেলা

জিম্বাবুয়েকে উড়িয়ে সিরিজ জয় শ্রীলঙ্কার

৮ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১১:৩০:৫৮

সংবাদ ছবি

স্পোর্টস ডেস্ক: তৃতীয় টি-টোয়েন্টিতে রেকর্ড সংগ্রহ গড়েও শ্রীলঙ্কার কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে জিম্বাবুয়ে। তাদের দেয়া ১৯২ রানের টার্গেট ১৪ বল হাতে রেখেই টপকে যায় লঙ্কানরা। আর তাতে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিলো শ্রীলঙ্কা।

হারারেতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতে ব্রায়ান বেনেটকে হারায় স্বাগতিকরা। এরপর মারুমানির সর্বোচ্চ ৫১ রানের সঙ্গে বিশোর্ধ্ব আরও ৩টি ইনিংসে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯১ রানের বিশাল পুঁজি পায় জিম্বাবুয়ে। এই ফরম্যাটে যা শ্রীলঙ্কার বিপক্ষে তাদের সর্বোচ্চ সংগ্রহ।

জবাবে ৭৬ রানে দুই ওপেনারকে হারালেও তৃতীয় উইকেটে রেকর্ড জুটি গড়েন কামিল মিশারা ও কুশল পেরেরা। তৃতীয় উইকেট জুটিতে তাদের রেকর্ড অবিচ্ছিন্ন ১১৭ রানে ১৪ বল হাতে রেখে জয় নিশ্চিত হয় শ্রীলঙ্কার। ৪৩ বলে সর্বোচ্চ ৭৩ রান করে অপরাজিত থাকেন মিশারা আর কুশল পেরেরা করেন ২৬ বলে ৪৬।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
বকশীগঞ্জে নবাগত ইউএনওকে শুভেচ্ছা
৮ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ০২:৫৮:৪০