• ঢাকা
  • |
  • সোমবার ২৪শে ভাদ্র ১৪৩২ বিকাল ০৫:২২:০৮ (08-Sep-2025)
  • - ৩৩° সে:

রাজনীতি

‘বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত করাই বিএনপির লক্ষ্য’

৮ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ০১:১৭:১৬

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৫ বছর গণতান্ত্রিক অধিকার আদায়ে লড়াই-সংগ্রাম করেছে বিএনপি। দেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত করাই আমাদের লক্ষ্য— এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

৮ সেপ্টেম্বর সোমবার ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছে বিএনপি। তারেক রহমানের নেতৃত্বে আগামীদিনে গণতন্ত্রকে শক্তিশালী করা হবে। এ সময় দীর্ঘদিনের সংগ্রাম ও লড়াইকে সত্যিকার অর্থে দেশের কল্যাণে কাজে লাগাতে নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান তিনি।

তিনি আরও বলেন, বিগত ১৫ বছরেও গণতন্ত্র থেকে সরেনি বিএনপি। দেশের রাজনৈতিক কাঠামো ও অর্থনীতিকে গড়ে তুলতেই ৩১ দফা ঘোষণা করা হয়েছে।

এদিকে, দীর্ঘ আট বছর পর নতুন নেতৃত্ব বাছাই ও সাংগঠনিক শক্তি পুনর্গঠনের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন শুরু হয়েছে। এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ