• ঢাকা
  • |
  • রবিবার ১২ই মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:৪৩:৩৬ (25-Jan-2026)
  • - ৩৩° সে:

পদ ফিরে পেলেন বিসিবি পরিচালক নাজমুল

২৫ জানুয়ারী ২০২৬ বিকাল ০৪:১৭:৪৪

পদ ফিরে পেলেন বিসিবি পরিচালক নাজমুল

স্পোর্টস ডেস্ক: সম্প্রতি ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম অবশেষে তার হারানো পদ ফিরে পেয়েছেন। বিসিবির শোকজ ও শাস্তিমূলক ব্যবস্থার পর নানা নাটকীয়তার মধ্য দিয়ে আবারও অর্থ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে ফিরলেন তিনি।

Ad

২৪ জানুয়ারি শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি পরিচালকদের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বিসিবির ডিসিপ্লিনারি কমিটির কাছে দেওয়া নাজমুল ইসলামের জবাব সন্তোষজনক বলে বিবেচিত হওয়ায় তার স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়।

Ad
Ad

বিসিবি সূত্রে জানা গেছে, এখন থেকে তিনি আগের মতোই অর্থ কমিটির সব কার্যক্রম পরিচালনা করতে পারবেন।

উল্লেখ্য, বিপিএল চলাকালীন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে ‘ভারতীয় দালাল’ মন্তব্য করে প্রথমে বিতর্কে জড়ান নাজমুল ইসলাম। পরে তিনি ক্রিকেটারদের সম্পর্কেও একাধিক বেফাঁস ও কঠোর মন্তব্য করেন। এতে ক্রিকেটারদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং তারা অপমানিত বোধ করেন।

এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব) নাজমুল ইসলামের পদত্যাগের দাবি তোলে। কোয়াবের নেতৃত্বে ক্রিকেটাররা বিপিএলের ম্যাচ বয়কটও করেন। পরিস্থিতির অবনতি হলে বিসিবি নাজমুল ইসলামকে ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয় এবং একই সঙ্গে তাকে অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়।

তবে নির্ধারিত সময়ের পর ডিসিপ্লিনারি কমিটির কাছে দেওয়া তার ব্যাখ্যা বিসিবি কর্তৃপক্ষের কাছে গ্রহণযোগ্য মনে হওয়ায় শেষ পর্যন্ত তার বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলা
মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলা
২৫ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:০১:২৫





লক্ষ্মীপুর পলিটেকনিকে চাকরির মেলা
লক্ষ্মীপুর পলিটেকনিকে চাকরির মেলা
২৫ জানুয়ারী ২০২৬ বিকাল ০৪:৩৬:৫০

দেওয়ানগঞ্জে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
দেওয়ানগঞ্জে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
২৫ জানুয়ারী ২০২৬ বিকাল ০৪:২১:৫২


Follow Us