• ঢাকা
  • |
  • রবিবার ১২ই মাঘ ১৪৩২ রাত ০৮:২০:২৩ (25-Jan-2026)
  • - ৩৩° সে:
দেওয়ানগঞ্জে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

দেওয়ানগঞ্জে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জে নিখোঁজের তিন দিন পর আপেল মিয়া (২৭) নামে অটোরিকশা চালকের বিকৃত মরদেহ উদ্ধার করা হয়েছে।২৫ জানুয়ারি রোববার দুপুরে বাহাদুরাবাদ ইউনিয়নের মদনের চর গ্রামের একটি আখ ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করেন। আপেল মিয়া বাহাদুরাবাদ গ্রামের ফতর আলীর ছেলে।খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার দিবাগত রাত ৩টার দিকে নিজের অটোরিকশা নিয়ে দেওয়ানগঞ্জের বেলতলী বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় আপেল মিয়া। এরপর থেকে তার মোবাইলটি বন্ধ পাওয়া যায়। তাকে খুঁজে না পেয়ে তার বড় ভাই আফিজল হক দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন।এরমধ্যেই রোববার দুপুরে মদনের চর গ্রামের একটি আখ ক্ষেতে আপেল মিয়ার মরদেহ পাওয়া যায়। মরদেহটি কোনো হিংস্র প্রাণী খেয়ে ফেলায় মুখমণ্ডল ও শরীরের এক তৃতীয়াংশ বিকৃত হয়ে যায়। খবর পেয়ে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ বিকৃত মরদেহটি উদ্ধার করেন।দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমদ জানান, আপেল মিয়া তিন দিন ধরে নিখোঁজ নিলেন। তার মরদেহটি উদ্ধার করে জামালপুর মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।