• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই ভাদ্র ১৪৩২ সন্ধ্যা ০৬:২২:১৯ (02-Sep-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

তালায় কিশোরী ধর্ষণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:  সাতক্ষীরার তালার খলিলনগর ইউনিয়নের মাছিয়াড়া গ্রামে প্রতিবেশী নানা সামাদ গাজী বিরুদ্ধে অভিযোগ উঠেছে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণ করে আসছিলেন। বর্তমানে ওই কিশোরী ৬ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে।ভুক্তভোগীর পরিবার জানায়, পাশাপাশি বাড়ি হওয়ার সুযোগে জোরপূর্বক লম্পট সামাদ গাজী একাধিকবার শিশুটিকে নিপীড়ন করে। আর ওই কিশোরীকে ভয়ভীতি দেখায় বলে তুই যদি কাউকে এ ঘটনা বলিস তাহলে তোকে হত্যা করবো। কিশোরীর শারীরিক অবস্থার অবনতি ঘটায় এখন তার জীবন নিয়েই শঙ্কা তৈরি হয়েছে।  শিশুটির চিকিৎসা ও নিরাপত্তা এখন জরুরি। এলাকাবাসী বলছে, অপরাধীর বিচার না হলে এ ধরনের ঘটনা থামবে না।স্থানীয়রা বলছেন, এ ধরনের অপরাধ সমাজের জন্য লজ্জাজনক এবং ভয়াবহ। দ্রুত অপরাধীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তারা।এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ মো. মাইন উদ্দিন জানান, এখনও পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।