• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই ভাদ্র ১৪৩২ দুপুর ১২:২৬:৫৩ (02-Sep-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক প্রশাসনিক ও অপরাধ সভা অনুষ্ঠিত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে (২০ আগস্ট) জুলাই- মাসের প্রশাসনিক ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো.যাবের সাদেক।সভায় জুলাই মাসের অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করে গাজীপুর জেলায় অপরাধ প্রতিরোধ ও প্রতিকারে করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন পুলিশ সুপার। তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত রাখতে দায়িত্বশীল ও আন্তরিকভাবে কাজ করার জন্য সকল কর্মকর্তাকে আহ্বান জানান।এ সময় জুলাই মাসের ভালো কাজের স্বীকৃতিস্বরূপ জেলার বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অফিসারদের হাতে ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) খন্দকার আশফাকুজ্জামান, বিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ মোজাম্মেল হোসেন; অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মাহবুবুর রহমান; অতিরিক্ত পুলিশ সুপার, কালীগঞ্জ সার্কেল মোঃ আসাদুজ্জামান এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার, কালিয়াকৈর সার্কেল মো. মেরাজুল ইসলাম। এছাড়া জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টরসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।