ঝিনাইদহে অবৈধ পলিথিন কারখানায় অভিযান, সিলগালা
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার হাট গোপালপুর এলাকায় একটি অবৈধ পলিথিন কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে পড়ে।এহসান পিপি নামের একটি পলিথিন কারখানার মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।রবিবার সন্ধ্যার দিকে কার খানার মালামাল জব্দ করতে গেলে স্থানীয় জনতা দায়িত্বরত ম্যাজিস্ট্রেট ও পরিবেশ কর্মকর্তাকে অবরুদ্ধ করে। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নের হাট গোপালপুরের কলোনিপাড়া গ্রামে। জানা গেছে, রোববার এহসান পিপি নামের প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।ঝিনাইদহের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান এবং পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মুনতাছির রহমান। অভিযান শেষে সন্ধ্যায় কার খানার মালামাল জব্দ করতে গেলে স্থানীয় জনতা ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও পরিবেশ কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখে।এদিকে ম্যাজিস্ট্রেট ও পরিবেশ কর্মকর্তাকে অবরুদ্ধ করার বিষয়টি জানাজানি হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ঝিনাইদহের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শ্রী জিৎ কুন্ডু। তিনি যৌথবাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে সেনা উপস্থিতিতে পলিথিন কার খানাটি সিলগালা করে মালামাল হাটগোপালপুর দোকান মালিক সমিতির ক্যাশিয়ার জাহিদ হাসানের জিম্মায় রাখা হয়। এই বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নেজারত ডেপুটি কালেক্টর শ্রী জিৎ কুন্ডু জানান, সেখানে অবরুদ্ধের ঘটনা ঘটেনি। তবে বাকবিতণ্ডা হয়েছিল। পরে পরিস্থিতি শান্ত হয়।