নাঙ্গলকোটের পেরিয়া হাইস্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
নাঙ্গলকোট প্রতিনিধি: কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পেরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ বিদ্যালয় পরিচালনা এডহক কমিটির সভাপতি আব্দুল হান্নান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।এ সময় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার আল আমিন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এ, কে ফজলুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনুস।এতে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক আবদুস সাত্তার।উপস্থিত অভিভাবক ও এলাকার বিশিষ্টজনদের মধ্যে বক্তব্য রাখেন, ওমর ফারুক হাজারী, জামশেদ মজুমদার, বাহার মজুমদার, আবদুল বারিক মজুমদার, ইব্রাহিম মিয়াজী, স্কুল এডহক কমিটির অভিভাবক সদস্য শাহাবুদ্দিন প্রমুখ।সহকারী শিক্ষিকা ইয়াসমিন আক্তারের সঞ্চালনা কোরআন তেলাওয়াত করেন সহকারী শিক্ষক মহিউদ্দিন।