• ঢাকা
  • |
  • বুধবার ১৮ই ভাদ্র ১৪৩২ রাত ০৩:১১:২৫ (03-Sep-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

রাজশাহীতে ২টি অবৈধ বিদেশি পিস্তলসহ ১জন গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর  বাঘাতে ২ টি অবৈধ বিদেশি পিস্তল, ৪ টি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলিসহ ১জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।১ সেপ্টেম্বর সোমবার দুপুরে বাঘা উপজেলার চকছাতারি এলাকা থেকে অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।অভিযুক্ত ব্যক্তির নাম মো. নয়ন আহম্মেদ (২৫), সে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন উত্তর খারিজা থাক চিলমারী (বাংলা বাজার দীঘির চর) গ্রামের মৃত মামুন মন্ডলের ছেলে।  ২ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, বাঘা থানার এসআই (নিরস্ত্র) মো. মোজাম্মেল হক ও ফোর্স-সহ গত ১ সেপ্টেম্বর দুপুর ১২টার সময় বাঘা বাজারস্থ আমচত্ত্বর মোড় ও তার সন্নিহিত এলাকায় বিশেষ অভিযান ডিউটিতে নিয়োজিত ছিলো। ওই তারা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে. উপজেলার পাকুরিয়া ঘাট হতে একজন ব্যক্তি ভ্যানযোগে ২ টি অবৈধ আগ্নেয়াস্ত্র পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলি বিক্রয়ের উদ্দেশ্যে বাঘা বাজারের দিকে যাচ্ছিল।সংবাদের সূত্রমতে থানা পুলিশের এসআই মোজাম্মেল হক ফোর্সসহ গতকাল সোমবার দুপুর ১২.১০ টার সময় অভিযান পরিচালনা করে। অভিযুক্ত পুলিশের উপস্থিতি টের পেয়ে তার গতিপথ অন্যদিকে মোড় নেই। সে সময় সে ভ্যান থেকে নেমে পালানোর চেষ্টা করে। কিন্তু কর্তব্যরত পুলিশ তাকে আটক করে।পরে তল্লাশি করে অবৈধ অস্ত্রসহ তাকে গ্রেফতার করে। তবে ওই সময় কালু নামে আর এক ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। পলাতক অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।অস্ত্র উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক অভিযুক্তদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে বলে জানান, অতিরিক্ত পুলিশ সুপার রফিক আলম।