• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই ভাদ্র ১৪৩২ দুপুর ০১:১৬:৩৬ (02-Sep-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে হুমায়ূন-আনোয়ার প্যানেলের বিশাল জয়, জামায়েতের ভরাডুবি

স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক (২০২৫-২০২৬) নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কর্তৃক মনোনীত সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবির ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান নেতৃত্বাধীন প্যানেল ১৭ পদের মধ্যে ১৬টি পদেই বিশাল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।আর একটি মাত্র সদস্য পদে জমায়েত সমর্থিত প্যানেলের অ্যাডভোকেট. আফরোজা জাহান বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার রাত ১২টায় নির্বাচন কমিশন এ ফলাফল ঘোষণা করে।এর আগে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সিনিয়র আইনজীবী আ. বারী ভুইয়া।নির্বাচনে মোট ১ হাজার ১৭৩ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১ হাজার ১৫৩ জন। অনুপস্থিত ছিলেন ২০ জন ভোটার।নির্বাচনে বিজয়ী অন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাড. কাজী আ. গাফফার, সহ-সভাপতি পদে অ্যাড. সাদ্দাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে অ্যাড.ওমর ফারুক নয়ন, কোষাধ্যক্ষ পদে অ্যাড. শাহাজাদা দেওয়ান, আপ্যায়ন সম্পাদক পদে অ্যাড. মাইন উদ্দিন রেজা, লাইব্রেরি সম্পাদক পদে অ্যাড. হাবিবুর রহমান, ক্রীড়া সম্পাদক পদে অ্যাড. আমিনুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাড. সারোয়ার জাহান, সমাজসেবা সম্পাদক পদে অ্যাড. রাজিব মন্ডল, আইন ও মানবাধিকার সম্পাদক পদে অ্যাড. মামুন মাহমুদ।সদস্য পদে বিজয়ী হয়েছেন পাঁচজন। তারা হলেন অ্যাড. ফাতেমা আক্তার সুইটি, অ্যাড. তেহসিন হাসান দিপু, অ্যাড. দেওয়ান আশরাফুল ইসলাম, অ্যাড. আবু রায়হান ও অ্যাড. আফরোজা জাহান।এদিকে সকাল থেকে তিনটি প্যানেলের সমর্থনে বিএনপি ও জামায়াতের আইনজীবী এবং শীর্ষ নেতারা পৃথক তিনটি প্যান্ডেলের ভেতর বসে তাদের প্রার্থীদের উৎসাহ যুগিয়েছেন। দিনভর নেতাকর্মীদের পদচারণায় ও শ্লোগানে শ্লোগানে মুখরিত ছিল আদালত পাড়া।উল্লেখ্য, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির (২০২৫-২০২৬) সালের নির্বাচনে ১৭টি পদে লড়বেন ৩ প্যানেলের ৪৮ জন ও স্বতন্ত্র ১ জনসহ মোট ৪৯ জন প্রার্থী।জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত অ্যাড. সরকার হুমায়ূন কবীর ও অ্যাড. এইচ. এম. আনোয়ার প্রধান প্যানেল, জামায়াত সমর্থিত বাংলাদেশ ল'ইয়ার্স কাউন্সিল মনোনীত অ্যাড. হাফিজুর রহমান ও অ্যাড. মো. মাইনউদ্দিন মিয়ার পূর্ণ প্যানেল এবং আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি প্রার্থী অ্যাড. রেজাউল করিম খান রেজা ও সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাড. শেখ মো. গোলাম মোর্শেদ গালিবের আংশিক প্যানেল, পাশাপাশি স্বতন্ত্র হিসেবে অ্যাড. মোহাম্মদ আলী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।