• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা শ্রাবণ ১৪৩২ সকাল ০৯:৫৮:৩১ (17-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা শ্রাবণ ১৪৩২ সকাল ০৯:৫৮:৩১ (17-Jul-2025)
  • - ৩৩° সে:

ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ নেতা রশিদ ভূঁইয়া গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ ভূঁইয়াকে (৫৫) একটি হত্যা মামলায় গ্রেফতার করেছে পুলিশ।২৯ জুন রোববার সন্ধ্যায় সদর মডেল থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শহরের মেড্ডা এলাকা থেকে তাকে আটক করে।গ্রেফতার রশিদ ভূঁইয়া সদর উপজেলার সুহিলপুর গ্রামের বাসিন্দা। তিনি মৃত আব্দুল নূর ভূঁইয়ার ছেলে।এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফ্ফর হোসেন জানান, ‘একটি চলমান হত্যা মামলায় তালিকাভুক্ত আসামি হিসেবে আব্দুর রশিদ ভূঁইয়াকে গ্রেফতার করা হয়েছে। ৩০ জুন সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’তিনি আরও জানান, গ্রেফতার রশিদ ভূঁইয়া বর্তমানে দুটি মামলায় জামিনে ছিলেন।