• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে ভাদ্র ১৪৩২ দুপুর ০১:২৪:০২ (03-Sep-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে অবৈধ ভারতীয় বাজি আটক

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ বাজি আটক করেছে ১০ বিজিবি।৩০ জুলাই বুধবার ভোর ৪টায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা রসুলপুর এলাকা থেকে অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার বাজি আটক করা হয়।আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ।বিজিবি সূত্র জানায়, কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলাধীন সীমান্ত এলাকার রসুলপুর থেকে মালিকবিহীন অবস্থায় অবৈধ ভারতীয় চার লাখ ৭৫ হাজার ৮৪০ পিস বিভিন্ন প্রকার বাজি আটক করা হয়।কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক কর্নেল মীর আলী এজাজ জানান, জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস-এ জমা করা হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।