• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে ভাদ্র ১৪৩২ রাত ১১:৫৪:৩০ (03-Sep-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

কচুয়ায় মাদকসহ আটক নারীর থানার বাথরুমে আত্মহত্যার চেষ্টা

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের কচুয়ায় পুলিশের বিশেষ অভিযানে ২৩২ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির নগদ ৪৩ হাজার ১ শত টাকা ও ইয়াবা সেবনের সরঞ্জাম ২০ টুকরা মোড়ানো ফয়েল পেপারসহ নারী মাদক সম্রাজ্ঞী নিশিসহ ৪ জন কারবারিকে আটক করেছে পুলিশ।বিশেষ অভিযানে গ্রেফতাররা হচ্ছে, ইসহাক, নিশি আক্তার আঞ্জুমান, রবিউল ও সাকিব‌।২০ আগস্ট বুধবার থানায় মাদক মামলা হওয়ার পর আটক নারী মাদক কারবারি নিশি আক্তার আঞ্জুমান রাতে টয়লেটের নামে বাথরুমে গিয়ে ছিটকানি বন্ধ করে নিজের ওড়না গলায় পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে কচুয়া থানার অফিসার ইনচার্জ, থানার ডিউটি অফিসার ও থানার মহিলা পুলিশ বাথরুমের দরজা ভেঙে তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করায়। চিকিৎসা শেষে সুস্থ হলে নিশিকে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় নিশির বিরুদ্ধে আরেকটি আত্মহত্যার মামলা হয়।২১ আগস্ট বৃহস্পতিবার কচুয়া থানায় নারী মাদক সম্রাজ্ঞী নিশির বিরুদ্ধে নিয়মিত মাদক মামলাসহ দুটি মামলা দিয়ে পুলিশ পাহারায় চাঁদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়।কচুয়া থানার অফিসার ইনচার্জ আজিজুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে মাদক সম্রাজ্ঞী নিশিসহ একটি চক্র মাদক কারবার করে আসছিল। কিছুদিন পূর্বেও নিশিকে ৬৫ পিস ইয়াবাসহ আটক করে মামলা দিয়ে চাঁদ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছিল। নিশি জামিনে এসে পুনরায় মাদক কারবার শুরু করে।