আমরা চাচ্ছি, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক: উমামা ফাতেমা
নিজস্ব প্রতিবেদক: ডাকসু নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহ সভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা বলেছেন, তিনি জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী। সেই সঙ্গে উমামা বলেন, তাঁর চাওয়া, ‘ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন’ হোক।আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ কেন্দ্রে ভোট দেন উমামা। বেলা ১১টা ২০ মিনিটে ভোট কেন্দ্র থেকে বেরিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।শিক্ষার্থীদের কাছ থেকে বেশ সাড়া পাচ্ছেন জানিয়ে উমামা ফাতেমা বলেন, ‘আচরণবিধি লঙ্ঘনের যেসব অভিযোগ উঠেছে সেগুলো যেন নির্বাচন কমিশন আমলে নেয়। আমরা চাচ্ছি, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক।’ভোটার উপস্থিতি নিয়ে উমামা ফাতেমা বলেন, ‘শিক্ষার্থীদের উপস্থিতি ভালো। আমরা আশা করছি, ৩০ হাজারের বেশি ভোট কাস্টিং হবে।’পোলিং এজেন্টদের পরিবর্তন করা হয়েছে বলে অভিযোগ জানান উমামা ফাতেমা। তিনি বলেন, ‘যেসব এজেন্টদের আমরা মেয়েদের হলে দিয়েছি, তাঁদের ছেলেদের হলে দেওয়া হয়েছে। যাকে ছেলেদের হলে দিয়েছি তাঁকে মেয়েদের হলে দেওয়া হয়েছে। প্রশাসন সকালবেলা সমাধান করবে বললেও করেনি। আমরা সকালে এসে দেখি বিশৃঙ্খল অবস্থা। আমাদের সশরীরে এসে সমাধান করতে হয়েছে।’এ বিষয়ে উমামা ফাতেমা আরও বলেন, যেসব পোলিং এজেন্টকে বাদ দেওয়া হয়েছে, তাঁরা কী কারণে বাদ পড়লেন, সেটা আমাদের অবশ্যই জানানো উচিত। কারণ পোলিং এজেন্টরা ভোট গণনার সময় উপস্থিত থাকবেন। ওই সময় কোনো পক্ষপাতিত্বের অভিযোগ উঠলে আমরা সেটি জানাব।ভোট কেন্দ্রের সংখ্যা কম, শিক্ষার্থীদের দীর্ঘ সময় ধরে সারিতে দাঁড়িয়ে থাকতে হচ্ছে জানিয়ে উমামা ফাতেমা বলেন, ভোট দিতে আসা শিক্ষার্থীরা মুঠোফোন ও ব্যাগ রাখার জায়গা পাচ্ছেন না। এ ছাড়া তাদের জন্য স্যালাইন আর পানি রাখার কথা ছিল। সেই ব্যবস্থা করেনি প্রশাসন।