• ঢাকা
  • |
  • সোমবার ১৯শে কার্তিক ১৪৩২ রাত ০৯:৩৩:৩৭ (03-Nov-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

নির্বাচনের পর ফেব্রুয়ারিতেই শুরু হবে বইমেলা

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর যথারীতি ফেব্রুয়ারিতেই অমর একুশে বইমেলা শুরু হবে। জাতীয় নির্বাচনের তারিখ পাওয়ার পরই বইমেলারও তারিখ ঘোষণা করা হবে।২ নভেম্বর রোববার বিকেলে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিদলের সঙ্গে বাংলা একাডেমির মহাপরিচালকের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে অমর একুশে বইমেলা ২০২৬-এর সময় নির্ধারণ বিষয়ে সমিতির প্রস্তাবের ওপর আলোচনা হয়।বৈঠকে বইমেলা আয়োজনে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি কয়েকটি সম্ভাব্য সময়ের প্রস্তাব দেয়। এসময় রাষ্ট্রের নিরাপত্তাবিষয়ক সংস্থার পরামর্শও পর্যালোচনা করা হয়।এসব প্রস্তাবের মধ্যে জাতীয় নির্বাচনের পরপরই ফেব্রুয়ারিতেই বইমেলা আয়োজনের প্রস্তাবটি সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাস্তবসম্মত বলে গৃহীত হয়। সভায় সিদ্ধান্ত হয়, নির্বাচনের তারিখ নির্দিষ্ট হওয়ার পরই বইমেলার তারিখও ঘোষণা করা হবে।অমর একুশে বইমেলা-২০২৬ আয়োজনের বিষয়ে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট অন্যদের সঙ্গে বাংলা একাডেমি নিয়মিত যোগাযোগ রাখছে বলে বৈঠক থেকে জানানো হয়েছে।