শ্রীপুরে মাওনা হাইওয়ে থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: শান্তি শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি পুলিশই জনতা জনতাই পুলিশ। এ প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের শ্রীপুরে মাওনা হাইওয়ে থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে।২৫ বুধবার জুন দুপুরে মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আইয়ুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিআইজি গাজীপুর রিজিয়ন হাইওয়ে পুলিশ সুপার ড.আ.ক.ম আক্তারুজ্জামান বসুনিয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর রিজিয়ন অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান।এসময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মো. আবুল হোসেন প্রধান, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মাহফুল হাসান হান্নান, বিএনপি নেতা আসাদুজ্জামান রমজান, ছাত্র প্রতিনিধি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ মাওনা হাইওয়ে থানায় কর্মরত পুলিশ সদস্য ও সাধারণ জনতা উপস্থিত ছিলেন।