• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে কার্তিক ১৪৩২ সকাল ০৮:১৮:৪৯ (04-Nov-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

ঘাটাইল ক্যান্টনমেন্টে ওয়ালটন গলফ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইল ক্যান্টনমেন্টে ৩ দিনব্যাপী ৮ম ওয়াল্টন উইনটার কাপ গলফ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।২৪ জানুয়ারি শুক্রবার সকালে শহিদ সালাউদ্দিন সেনানিবাসের গলফ ক্লাবে ওয়াল্টনের ক্রীড়া উপদেষ্টা ইকবাল বিন আনোয়ার (ডন) সমাপনী অনুষ্ঠানের উদ্বোধন করেন।১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল হুসাইন মুহাম্মাদ মাসীহুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন।এ টুর্নামেন্টে শহিদ সালাউদ্দিন সেনানিবাসের গলফ ক্লাবে ঘাটাইল অঞ্চল ছাড়াও দেশের সকল গলফ ক্লাবের প্রায় ৭০ জন গলফার অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।