• ঢাকা
  • |
  • শনিবার ৬ই পৌষ ১৪৩২ বিকাল ০৪:২৪:১০ (20-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

জানাজা পড়াবেন বড় ভাই, খোঁড়া হচ্ছে কবর

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবী শহিদ শরিফ ওসমান হাদির নামাজে জানাজা আজ ২০ ডিসেম্বর শনিবার দুপুর ২টায় রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউ এলাকায় অনুষ্ঠিত হবে। জানাজা উপলক্ষে ব্যাপক জনসমাগমের সম্ভাবনা থাকায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।ডিএমপি সূত্র জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এক হাজার বডি ওর্ন ক্যামেরাসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। জানাজার স্থান ও আশপাশের এলাকায় সার্বক্ষণিক নজরদারি রাখা হবে। পাশাপাশি সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার স্বার্থে মানিক মিয়া এভিনিউসহ আশপাশের কয়েকটি সড়কে যান চলাচল সাময়িকভাবে নিয়ন্ত্রিত থাকবে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ জানান, শহিদ ওসমান হাদির জানাজার নামাজ পড়াবেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক।এর আগে ওসমান হাদির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। শনিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষ হয়। সকালে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে কঠোর নিরাপত্তায় অ্যাম্বুলেন্সযোগে মরদেহটি সোহরাওয়ার্দীতে নেওয়া হয়।জানাজা শেষে শহিদ ওসমান হাদির দাফন সম্পন্ন হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে দাফনের জন্য কবর খোঁড়ার কাজ শুরু করা হয়।এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সাইফুদ্দীন আহমদ জানান, শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি অনলাইন বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ওসমান হাদির পরিবার, ডাকসু ও সংশ্লিষ্টদের অনুরোধের পরিপ্রেক্ষিতে সর্বসম্মতিক্রমে নজরুল সমাধি প্রাঙ্গণের খালি থাকা নির্দিষ্ট স্থানে তার দাফনের অনুমোদন দেওয়া হয়।তিনি আরও বলেন, জুলাই বিপ্লবে ওসমান হাদির ভূমিকার স্বীকৃতি হিসেবেই জাতীয় কবির সমাধির পাশে তাকে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।উল্লেখ্য, নির্বাচনী প্রচারণাকালে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হওয়ার পর দীর্ঘ চিকিৎসা শেষে সম্প্রতি শহিদ হন শরিফ ওসমান হাদি। তার মৃত্যুতে দেশজুড়ে শোকের আবহ বিরাজ করছে।