• ঢাকা
  • |
  • সোমবার ১৮ই কার্তিক ১৪৩২ ভোর ০৫:১৬:০৯ (03-Nov-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

বগুড়ায় আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, বগুড়া: বগুড়ায় ধান, আলু, ভুট্টাসহ বিভিন্ন কৃষিপণ্যের সমস্যা সমাধান ও আধুনিক কৃষি প্রযুক্তি বিস্তারের লক্ষ্যে বিশেষ কর্মশালা ও স্মার্ট অ্যাগ্রোভেট পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।২ নভেম্বর রোববার দিনব্যাপী আয়োজিত এই সম্মেলনে সারাদেশের প্রায় ৮০০ জন কৃষি পরিবেশক অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শাফিরুল ইসলাম সাফি।দিনব্যাপী এই সম্মেলনে মাঠপর্যায়ের নানা অভিজ্ঞতা ও কৃষকদের সমস্যার সমাধান নিয়ে সকলের সাথে মতবিনিময় করেন। শেষে র‍্যাফেল ড্রয়ের মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয়।