সাউথ পয়েন্ট স্কুলে কারাতের বেল্ট বিতরণ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মালিবাগের সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজে সিতোরিও কারাতের বেল্ট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে ৬০ জন শিক্ষার্থী কারাতের নতুন বেল্ট গ্রহণ করে।শনিবার (৫ জুলাই) প্রায় প্রতিষ্ঠানের ন্যশনাল কারিকুলামের উপাধ্যক্ষ ও স্পোর্টস ক্লাবের সহ- সভাপতি জেরিনা ফেরদৌস প্রধান অতিথি হিসেব এ বেল্ট বিতরণ করেন।এ সময় আরও উপস্থিত ছিলেন সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ মালিবাগের ইংরেজি মাধ্যমের উপাধ্যক্ষ শামিম আরা রহমান মুন, বাংলাদেশ কারাতে ফেডারেশনের কোচ মোজাম্মেল হক মিলন, জান্নাতুল নাইম, মহিলা কোচ আলেয়া আক্তার মৌসুমী ও সাউথ পয়েন্ট স্পোর্টস ক্লাবের অফিসিয়ালবৃন্দ।প্রধান অতিথি লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের আত্বরক্ষামূলক খেলা মার্শাল আর্ট বা কারাতে প্রশিক্ষণণে উদ্বুদ্ধ করার জন্য সংশ্লিষ্ট অভিভাবক কারাতে শিক্ষার্থী ও স্পোর্টস ক্লাবকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে স্কুল পর্যায়ে বা জাতীয় পর্যায়েও অত্র প্রতিষ্ঠানের কারাতে খেলোয়াড়রা সফলতা অর্জন করবে বলে আশাবাদ ব্যাক্ত করেন। তিনি শিক্ষাক্ষেত্রে ও খেলাধুলায় চুড়ান্ত সফলতা অর্জনে শৃঙ্খলার প্রতি গুরুত্বারোপ করেন।