• ঢাকা
  • |
  • রবিবার ১৬ই ভাদ্র ১৪৩২ সন্ধ্যা ০৬:৪১:৫৬ (31-Aug-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

কিশোরগঞ্জে অনলাইনে জুয়া খেলায় যুবকের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জে অনলাইনে ক্যাসিনো জুয়া খেলার দায়ে মিন্টু মিয়া (৫০) নামে এক যুবকের ২ মাস ও আরেকজনের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  ২৯ আগস্ট শুক্রবার রাতে সদর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে এ রায় দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহা।কারাদণ্ড প্রাপ্তরা হলেন- সদর ইউনিয়নের বাংলা বাজার এলাকার মিন্টু মিয়া ও তার সহযোগী।  জানা যায়, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় অনলাইনে ক্যাসিনো জুয়া খেলে আসছিলেন। পরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময়  ম্যাজিস্ট্রেট সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মিন্টু মিয়াকে ২ মাসের ও তার আরেক সহযোগীকে ১৫ দিনের কারাদণ্ডের রায় দেন।এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহা বলেন, অনলাইনে জুয়া খেলার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একজনের ২ মাসের আরেকজনের ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।