বর্তমান বিশ্বে কারিগরি শিক্ষার গুরুত্ব অধিক: কামরুজ্জামান
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষকদের সাথে প্রতিষ্ঠানে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।১১ আগস্ট সোমবার বিকেলে নোয়াখালী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অডিটোরিয়াম এ মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব কামরুজ্জামান চৌধুরী স্বপন।অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের অধ্যক্ষ ওয়ালি উল্লাহ অত্র প্রতিষ্ঠানের যোগদানের পরে বিভিন্ন অর্জন প্রজেক্টরের মাধ্যমে প্রধান অতিথির নিকট তুলে ধরেন।এর আগে প্রধান অতিথি প্রতিষ্ঠানের বিভিন্ন সেশন ঘুরে দেখেন সন্তোষ প্রকাশ করেন। মতবিনিময় সভায় তিনি বর্তমান বিশ্বে কারিগরি শিক্ষার গুরুত্ব অধিক বর্ণনা করেন, তিনি বলেন এখানে প্রশিক্ষণ নিয়ে অনেকেই বিদেশে গিয়ে তারা রেমিট্যান্স পাঠায় এবং আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করি। তারা আমাদের অর্থনীতিতে অবদান রাখছে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় পড়াশোনা করে দেশের জন্য যা করা যাবে, তার চাইতে বেশি অর্জন হবে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে। চীন, জাপান, অস্ট্রেলিয়া, ইউরোপসহ বিশ্বব্যাপী কারিগরি শিক্ষায় প্রশিক্ষিতদের ব্যাপক চাহিদা রয়েছে বলেও উল্লেখ করেন।