• ঢাকা
  • |
  • রবিবার ১৬ই ভাদ্র ১৪৩২ সন্ধ্যা ০৭:১০:১৪ (31-Aug-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

কালিয়াকৈরে কিশোরীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে নাঈম (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ২৯ আগস্ট শুক্রবার সন্ধ্যায় পৌরসভার বিশ্বাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ আগস্ট কিশোরীটিকে প্রথমবার ধর্ষণ করে নাঈম। এসময় তার সহযোগীরা ভিডিও ধারণ করে ভুক্তভোগীর পরিবারকে ব্ল্যাকমেইল করে টাকা দাবি করে। টাকা দিতে ব্যর্থ হলে ভিডিও প্রকাশের হুমকি দিয়ে একাধিকবার কিশোরীটিকে নির্যাতন করা হয়।শুক্রবার সন্ধ্যায় আবারও একই ঘটনার চেষ্টা করলে কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। তারা নাঈমকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ সেলিম হোসেন বলেন, ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।