• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১লা শ্রাবণ ১৪৩২ রাত ০২:৫৭:৪২ (17-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১লা শ্রাবণ ১৪৩২ রাত ০২:৫৭:৪২ (17-Jul-2025)
  • - ৩৩° সে:

লংগদুতে কাজু বাদাম ও কফি চাষের ওপর কৃষক-কৃষাণীদের দিনব্যাপী প্রশিক্ষণ

মো.গোলামুর রহমান, লংগদু : রাঙ্গামাটির লংগদুতে উপজেলা কৃষি অফিসের কার্যালয়ের আয়োজনে, কাজু বাদাম ও কফি চাষের ওপর কৃষক-কৃষাণীদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।১৬ জুলাই বুধবার সকাল ১১টায় উপজেলা হর্টিকালচার কার্যালয়ে উপজেলার প্রান্তিক কৃষক কৃষাণীদের নিয়ে,  "কৃষিই সমৃদ্ধি " এই মূলমন্ত্রে কাজু বাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।  প্রশিক্ষণে উপজেলা কৃষি অফিসার ওয়াসিফুর রহমানের সভাপতিত্বে, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা উপ-পরিচালক কৃষিবিদ মনিরুজ্জামান, কৃষি সম্প্রসারণ রাঙ্গামাটি জেলা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র মনিটরিং অফিসার মোহাম্মদ রিয়াজ উদ্দীন। পার্টনার প্রকল্প রাঙ্গামাটি জেলা। এছাড়াও উপজেলার উপ সহকারী কৃষি কর্মকর্তা ও কৃষকরা উপস্থিত ছিলেন।এসময় প্রশিক্ষণে কৃষকদের কাজু বাদাম ও কফি চাষের আধুনিক পদ্ধতি, রোগবালাই এবং এর প্রতিকার সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। এছাড়াও, উন্নত চারা নির্বাচন, রোপণ কৌশল, সার প্রয়োগ এবং পরিচর্যা সম্পর্কেও আলোচনা করা হয়।  কৃষি অফিসার জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে কৃষকরা কাজু বাদাম ও কফি চাষে আরও বেশি উৎসাহিত হবেন এবং এর ফলন বাড়াতে সক্ষম হবেন। তিনি আরও বলেন, রাঙ্গামাটির মাটি ও জলবায়ু কাজু বাদাম ও কফি চাষের জন্য খুবই উপযোগী। তাই, এই অঞ্চলের কৃষকদের জন্য কাজু বাদাম ও কফি চাষ একটি লাভজনক পেশা হতে পারে।  দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচিতে স্থানীয় কৃষক-কৃষাণীরা অংশগ্রহণ করেন এবং কৃষি বিশেষজ্ঞদের কাছ থেকে মূল্যবান পরামর্শ গ্রহণ করেন।