• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা শ্রাবণ ১৪৩২ বিকাল ০৫:৩৭:২৩ (17-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা শ্রাবণ ১৪৩২ বিকাল ০৫:৩৭:২৩ (17-Jul-2025)
  • - ৩৩° সে:

খোকসায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: 'কৃষিই সমৃদ্ধি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৪-২৫ অর্থবছরে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প এর আওতায় কুষ্টিয়ার খোকসায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।১০ ফেব্রুয়ারি সোমবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এই কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ সুফি মো. রফিকুজ্জামান।এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুজ্জামান সোহেল, কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল নোমান, মৎস্য কর্মকর্তা আহসান হাবিব, প্রেসক্লাব সভাপতি পুলক সরকারসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।মেলায় ১৪টি স্টল প্রদর্শন করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ মেলা।