কালিয়াকৈরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১০ হাজার গাছের চারা বিতরণ
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মেধাবী শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা বাড়াতে ১০ হাজারের বেশি গাছের চারা বিতরণ করা হয়েছে।১ জুলাই মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলার ৫০টি মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের হাতে এসব চারা তুলে দেওয়া হয়।উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, প্রতিটি বিদ্যালয়ের ১ম থেকে ১০ম রোলধারী শিক্ষার্থীদের মাঝে জাম, নিম, কাঁঠাল ও বেল গাছের চারা প্রদান করা হয়। এ সময় প্রতি বিদ্যালয়ে ২০০টি করে মোট ১০ হাজার ৮ শত গাছের চারা বিতরণ করা হয়।চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গোলাম মুস্তফা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শওকত হোসেন, আলমগীর হোসেনসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক ও শিক্ষার্থীরা।বক্তারা বলেন, শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণের এই কার্যক্রম ভবিষ্যতে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় এটি ইতিবাচক প্রভাব ফেলবে।