নাফ নদীতে শূন্য রেখা অতিক্রম করায় ১২২ জেলেকে আটক
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: আইন অমান্য করে মিয়ানমার জলসীমায় মাছ ধরার সময় আরাকান আর্মি আটকের পূর্বেই ১৯ ফিশিং বোটসহ ১২২ জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।২৯ আগস্ট শুক্রবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সংলগ্ন এলাকা হতে বেশ কিছু বাংলাদেশি ফিশিং বোট মিয়ানমার-বাংলাদেশ জলসীমার শূন্য রেখা অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে মাছ ধরার সময় ১২২ জন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড।শুক্রবার শাহপরীর দ্বীপ সীমান্ত পিলার-০৩ এলাকার আওতাধীন মিয়ানমারের নাইক্ষ্যংদ্বীয়া সংলগ্ন নাফ নদীর মোহনা থেকে জালিয়াপাড়া পর্যন্ত মিয়ানমার সীমান্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড। এসময় মাছ ধরার উদ্দেশ্যে অবৈধভাবে শূন্য রেখা অতিক্রম করে মিয়ানমার জলসীমায় অবস্থানরত ১৯টি বাংলাদেশি ফিশিং বোটসহ ১২২ জন (বাংলাদেশি ২৯ জন ও রোহিঙ্গা ৯৩ জন) জেলেকে আটক করা হয়।কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা সিয়াম-উল-হক আরও জানান, আটক জেলে ও জব্দকৃত বোটের পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।