• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা শ্রাবণ ১৪৩২ সকাল ০৮:৩৩:৪৯ (19-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা শ্রাবণ ১৪৩২ সকাল ০৮:৩৩:৪৯ (19-Jul-2025)
  • - ৩৩° সে:

গাজীপুরের টঙ্গীতে খেয়া পারাপারে নির্ধারিত দুই টাকা ভাড়া নেওয়া শুরু

টিটন কুমার ঘোষ, পুবাইল পশ্চিম : গাজীপুর মহানগরীর টঙ্গী-উত্তরা যাতায়াতের জন্য টঙ্গীর তুরাগ নদের আইচি খেয়াঘাটে দীর্ঘ দিন ধরে পারাপারের জন্য জনপ্রতি ২ টাকা নির্ধারিত থাকলেও যাত্রীদের কাছ থেকে নেয়া হতো ১০ টাকা। এই অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে যাত্রীদের অভিযোগ ছিল দীর্ঘদিনের। এরই পরিপ্রেক্ষিতে টঙ্গীতে বিএনপির হস্তক্ষেপে খেয়া পারাপারে সরকার নির্ধারিত দুই টাকা ভাড়া নেওয়া নিশ্চিত করা হয়েছে।২৪ জুন মঙ্গলবার বিকেলে টঙ্গী বাজারে তুরাগ নদের তীরে আইচি খেয়াঘাটে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়।এসময় টঙ্গী পূর্ব থানা বিএনপি'র প্রতিষ্ঠাতা সভাপতি রাশেদুল ইসলাম কিরণ, বিএনপি নেতা ইসমাইল সিকদার বসু, আলী আকবর, আমিনুল ইসলাম লিটু, মামুন পাঠান, হাজী কবির হোসেন, আইচি খেয়া ঘাটের ইজারাদার টুটুল সরকার, অ্যাডভোকেট জি এম ইব্রাহিম, মশিউর রহমান, যুবনেতা রুবেল, আরিফ, রাকিব, স্বেচ্ছাসেবক দল নেতা বিক্রম, মাইনুল, গাজী ওমর ফারুক, জিয়াসহ বিএনপির নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।স্থানীয়রা জানায়, কাগজে কলমে নদী পারাপারের জন্য যাত্রী প্রতি ২ টাকা ভাড়া নির্ধারিত থাকলেও দীর্ঘদিন ধরে ১০ টাকা করে নেয়া হচ্ছে। যাত্রীদের অভিযোগের শোনে বিএনপি নেতা রাশেদুল ইসলাম কিরণের উদ্যোগে আজ তা পূরণ করা হলো।অনুষ্ঠান শেষে অতিথি ও যাত্রীরা ২ টাকা করে টিকিট নিয়ে নদী পার হয়। এখন থেকে আগামী দিনগুলোতে যাত্রী প্রতি দুই টাকা করে ভাড়া অব্যাহত থাকবে বলে জানান তারা।