• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই ভাদ্র ১৪৩২ রাত ১১:৪১:০৭ (02-Sep-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

কালিয়াকৈরে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা সরকার বাড়ি বাজার এলাকায় ছিনতাইকারী সন্দেহে আসিকুর রহমান (২৭) নামের এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।১৯ আগস্ট মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে। পরে বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়।গ্রেফতারকৃত আসিকুর রহমান রাজধানীর বাড্ডা থানার কুড়িল বিশ্বরোড এলাকার আতিকুল ইসলামের ছেলে। তিনি কালামপুর কাশেমের বাড়িতে ভাড়া থাকতেন। এলাকাবাসীর অভিযোগ, তার বিরুদ্ধে ছিনতাই ও মাদক ব্যবসাসহ নানা অভিযোগ রয়েছে। এসব কারণে পূর্বে স্থানীয়রা তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়।স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সরকার বাড়ি বাজারের একটি বন্ধ চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন আসিকুর। এসময় স্থানীয়দের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে তিনি পালানোর চেষ্টা করলে এলাকাবাসী ধাওয়া দিয়ে আটক করে গণপিটুনি দেন এবং রাতেই পুলিশে সোপর্দ করেন।কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) মো. যোবায়ের জানান, গ্রামবাসী একজন যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে। তার বিরুদ্ধে এলাকায় মাদক বেচাকেনা, চুরি ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।