• ঢাকা
  • |
  • সোমবার ১৯শে কার্তিক ১৪৩২ সন্ধ্যা ০৭:৪৩:৫৩ (03-Nov-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

বাগেরহাটে নদীভাঙনরোধ ও সুপেয় পানির দাবিতে গণশুনানি

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: ‘ভাত নয়, বেড়িবাঁধ চাই’ এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের রামপালে নদীভাঙন প্রতিরোধ ও নিরাপদ পানির নিশ্চয়তার দাবিতে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।২৯ অক্টোবর বুধবার রামপাল থানার পাশে বালুর মাঠে বেসরকারি মানব উন্নয়ন সংস্থা বাঁধনের উদ্যোগে ও একশনএইড বাংলাদেশের সহযোগিতায় এই গণশুনানির আয়োজন করা হয়।গণশুনানিতে  বক্তারা বলেন, বছরের পর বছর ধরে ঘষিয়াখালি চ্যানেলের ভাঙনে শতাধিক পরিবার জমি, ঘরবাড়ি ও জীবিকা হারিয়ে ভূমিহীন হয়ে পড়েছে। পাশাপাশি লবণাক্ততা ও দূষণের কারণে এলাকায় নিরাপদ পানির তীব্র সংকট দেখা দিয়েছে।বক্তারা আরও বলেন, রোমজাইপুরসহ নদীভাঙনকবলিত এলাকার মানুষকে বাঁচাতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, নিরাপদ পানির ব্যবস্থা ও ভূমিহীন পরিবারগুলোর পুনর্বাসন এখন সময়ের দাবি।গণশুনানিতে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর শেখ আবদুল ওয়াদুদ, বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত মল্লিক, জেলা প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার রিফাতুল ইসলাম, রামপাল উপজেলা নির্বাহী অফিসার তামান্না ফেরদৌসীসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয়রা।